![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2023/Jun/27/1687807136493.jpg)
জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া ভুয়া’ ধ্বনি, বাধ্য হলেন চলে যেতে
ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকা থেকে নিউইয়র্কে এসেছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার (২৫ জুন) জ্যামাইকার একটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুয়োধ্বনির মুখে পড়েছেন আলোচিত এই অভিনেতা। শত শত দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন জায়েদ খান।
অনুষ্ঠানসূচি অনুসারে রাত ৯টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম পারফর্ম করার জন্য জায়েদের নাম ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু হয়। নায়িকা প্রিয়মনিকে নিয়ে জায়েদ খান মঞ্চে ওঠার সময় ‘তোকে ভালোবাসতেই হবে’ শিরোনামে একটি গান বাজতে থাকে। সেসময় পারফর্ম করার বদলে তারা হাঁটাচলা করতে থাকলে মিলনায়তনভর্তি দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকার আরও বেড়ে যায়।
তখন অনুষ্ঠানের আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকদের ‘অতিথিকে সম্মান দেখানোর’ কথা বলেও নিবৃত্ত করতে পারেননি।
- ট্যাগ:
- বিনোদন
- মিউজিক অ্যাওয়ার্ড
- জায়েদ খান