36 বছর ধরে পুরুষের গর্ভে ভ্রূণ! অস্ত্রোপচারে অন্তঃসত্ত্বা ব্যক্তির পেট থেকে বেরল সন্তান
ছোট থেকেই বেশ ছিপছিপে চেহারা ছিল তাঁর। কিন্তু পেটটা ছিল যেন এক্কেবারে বেঢপ। রোগা শরীরে এত বড় পেট দেখে মজা করে সকলে তাঁর নাম দিয়েছিল 'প্রেগন্য়ান্ট ম্যান'। কিন্তু সেই রসিকতাই যে সত্য়ি হবে কেই বা জানত! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক ঘটনা যে বাস্তবে ঘটেছে।
'অন্তঃসত্ত্বা পুরুষ'। শুনলেই কেমন কানে বাজে! কিন্তু প্রায় তিন দশক ধরে এই নাম শুধু বহনই করেননি, বাস্তবেই এক যুবক ছিলেন প্রেগন্যান্ট। তাঁর গর্ভে ছিল যমজ সন্তান! যদিও সেই সত্যিটা জানতে তাঁর 36 টা বসন্ত লেগে গিয়েছিল। সম্প্রতি এমনই বাস্তব কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নাগপুরের ওই ব্যক্তির নাম সঞ্জু ভগৎ। ছোট থেকেই পেট নিয়ে সকলের ঠাট্টা শুনে আসায় কখনও আর তিনি চিকিৎসকদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। ফোলা পেট নিয়েই মাঠে-ঘাটে চাষের কাজ করে বেরাতেন৷ খেটে খাওয়া জীবনে শরীরের দিকে তাকানোর আর সময় কোথায় পেতেন! কিন্তু বয়স যখন 36 তাঁর নিঃশ্বাস-প্রশ্বাসেও সমস্যা শুরু হয়। এরপরই মুম্বইয়ের একটি হাসপাতালে ধরা পড়ে যায় তাঁর গর্ভে রয়েছে ভ্রূণ!
- ট্যাগ:
- জটিল
- ভ্রূণ
- অন্তঃসত্ত্বা
- অস্ত্রোপচার