লোকাল ট্রেনে দিব্যি ফুচকা বিক্রি, খাওয়ার জন্য লাইন যাত্রীদের! ভিডিয়ো দেখে তাজ্জব নেটপাড়া

eisamay.com প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৭:১০

বেশ আলুর পুর দেওয়া ফুচকা ডোবানো হল টকজলে। এরপর সেই ফুচকা দেওয়া হল বিক্রেতাকে। একজন খাওয়ার পর লাইনে রয়েছেন আরও অনেকে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে দিব্যি হাওয়া খেতে খেতে ফুচকা খেয়ে চলেছেন যাত্রীরা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। রাস্তাঘাটে, মেলায় নয়, ফুচকার স্টল বসেছে লোকাল ট্রেনে।


ফুচকা মানেই আট থেকে আশির জিভে জল। ইচ্ছে থাকলেও রোজকার কর্মব্যস্ততার জীবনে কী আর রোজ ফুচকা খাওয়ার সুযোগ হয়! আসলে ফুচকা তো আর ঝালমুড়ি, বাদাম ভাজার মতো ট্রেনে, বাসে পাওয়া যায় না। তবে এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। কারণ লোকাল ট্রেনেই যে বিক্রি হচ্ছে ফুচকা। সম্প্রতি সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে