![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/101274101/bear-image-101274101.jpg?imgsize=153378&width=700&height=525&resizemode=75)
বানর তাড়াতে চাষের জমিতে পাহারাদার 'ভাল্লুক'! ফসল বাঁচানোর অভিনব উপায় কৃষকদের
eisamay.com
প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৭:০১
রোদে-বৃষ্টিতে ভিজে চাষীরা খেটে ফসল চাষ করেন। ফসল ঘরে তুলতে পারলে তবেই না মুনাফা। কিন্তু দীর্ঘ পরিশ্রমের ফসল যদি জমিতেই তছনছ হয়ে যায় তাহলে আর লাভ কি! আসলে পাকার সময়েই যে শুরু হয় বানরের উৎপাত। তাই বানর তাড়াতে ভাল্লুকের ব্যবস্থা করলেন চাষীরা। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা যে ঘটেছে বাস্তবে।
ভারত কৃষি প্রধান দেশ। দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ পেশাগতভাবে কৃষিকার্যই করে থাকেন। আর এই চাষাবাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি পড়তে হয় কৃষকদের। বিভিন্ন পাখি থেকে শুরু করে বানরের উৎপাতে প্রায়ই নষ্ট হয়ে যায় ফসল। তাই এবার বানরের হাত থেকে ফসল রক্ষা করতে গ্রামে ভাল্লুক নিয়ে এলেন চাষিরা। সেই অভিনব পন্থাই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভাল্লুক
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল