কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কে-ড্রামার তারকাদের কাচের মতো মসৃণ ত্বকের রহস্য কী? কী মাখেন কোরিয়ার সুন্দরীরা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৫:৫৬

তরুণ প্রজন্মের কাছে কোরিয়ার গান, ওয়েব সিরিজ় ইদানীং বেশ জনপ্রিয় হয়েছে। বাসে-ট্রামে উঠলেই কোরিয়ান ড্রামায় মুগ্ধ চেহারাগুলি চোখে পড়ে। কোরিয়ার তারকাদের গুণে যেমন মুগ্ধ অনেকে, তেমন তাঁদের ত্বকের জেল্লাও মন কেড়েছে অধিকাংশের। কোরিয়ার মহিলা হোক কিংবা পুরুষ, সকলেরই চেহারা দেখলে মনে হয় যেন আলোর ছটা বেরোচ্ছে।


কাচের মতো মসৃণ ত্বকে দাগের ছিঁটেফোটাও নেই। ‘মাই লভ ফ্রম দ্য স্টার’-এর কিম সো হুন, জুন জি হুনই হোক কিংবা ‘কিল মি হিল মি’ ছবির জি সাং— কোরিয়ান অভিনেতা-অভিনেত্রীদের কোমল ও জেল্লাদার ত্বকের রহস্য কী জানেন? কোরিয়ানরা বাজারচলতি প্রসাধনীর তুলনায় ঘরোয়া উপাদানগুলিকে অনেক বেশি গুরুত্ব দেন। কোরিয়ানদের মতো জেল্লাদার ত্বক কী ভাবে পাবেন, রইল তার হদিস। অ্যালো ভেরা: কোরিয়ানরা নিয়মিত ত্বকে অ্যালো ভেরা ব্যবহার করেন। বাজার থেকে কিনে আনা জেল নয়, গাছ কেটে ভিতর থেকে শাঁসটা বার করে নিন। মুখে এক ঘণ্টা রেখে গরম জল দিয়ে ধুয়ে নিন। সুবিদার্থে একসঙ্গে অনেকটা শাঁস বার করে নিয়ে কাচের শিশিতে ভরে ফ্রিজেও রেখে দিতে পারেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও