You have reached your daily news limit

Please log in to continue


বিতর্কের জেরে জলের দরে বিকোচ্ছে ‘আদিপুরুষ’-এর টিকিট, সিক্যুয়েলে থাকতে নারাজ প্রভাস

চলতি বছরের বহুচর্চিত ছবি ‘আদিপুরুষ’। তবে শুধুই যে চর্চিত তেমনটা নয়, বহু প্রতীক্ষিতও বটে। মুক্তির আগে থেকেই দর্শক মুখিয়ে ছিলেন এই ছবিটি দেখার জন্য। ১৬ জুন ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জর্জরিত হয়েছে ‘আদিপুরুষ’। প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি হিন্দি ছাড়াও মুক্তি পেয়েছে আরও চারটি ভাষায়। প্রথম সপ্তাহান্তে বক্স অফিস পরিসংখ্যানের নিরিখে খারাপ ব্যবসা না করলেও তার পর থেকেই ‘আদিপুরুষ’-এর গ্রাফ নিম্নমুখী। নিম্নমানের সংলাপ থেকে খারাপ ভিএফএক্স— কারণ একাধিক।

সব থেকে বেশি সমালচিত হয়েছে হনুমানের মুখে অশালীন সংলাপ। প্রতিবাদে সরব হন সাধারণ দর্শক থেকে বহু হিন্দুত্ববাদী সংগঠন। বক্স অফিসে ছবির ভরাডুবি বাঁচাতে সপ্তাহের মাঝেই টিকিটের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। মুক্তির আগে যে টিকিটগুলির দাম ২০০০ ছাড়িয়ে ছিল, তার দাম কমতে কমতে ১১২ টাকায় ঠেকেছে। এখনও পর্যন্ত ‘আদিপুরুষ’-এর হিন্দি সংস্করণের মোট উপার্জন মাত্র ২৬৮ কোটি টাকা। যদিও টি-সিরিজ়ের দাবি, বিশ্ব জুড়ে মুক্তির আগেই ৪১০ কোটি টাকা রোজগার করে ফেলেছে ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি। এ দিকে ছবির দ্বিতীয় পর্ব তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ওম রাউত। এ বারও কি প্রভাসকে দেখা যাবে রামের চরিত্রে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন