গণসংস্কৃতির স্বপ্নবান বিপ্লবী কামাল লোহানী
বাংলাদেশের বিপ্লবী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ কামাল লোহানী। কিছু সময়ের জন্য বিপ্লবী বা হঠাৎ হঠাৎ বিপ্লবীর সন্ধান হয়তো অনেক মিলবে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত বিপ্লবের প্রতি আস্থা রেখে লড়ে যাওয়া মানুষের সংখ্যা বিরল। কামাল লোহানী সেই বিরল প্রকৃতির মানুষদের একজন। তিনি বাংলার মানুষের অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য, পূর্বপুরুষদের সংগ্রামের উত্তরাধিকারকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে আমৃত্যু লড়ে গেছেন।
লোহানী ভাই জনগণে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন গণশক্তির প্রবল জোয়ারের কাছে কোনো শক্তিই টিকতে পারে না, যা তিনি তাঁর লেখনীর মধ্যেও প্রকাশ ঘটিয়েছেন। তিনিই সদর্পে উচ্চারণ করেছেন, ‘এই দেশ, এই জনগণ, আমার অস্তিত্বের স্বকল্প পরিচয়।’ তিনি মনে করতেন, গণশক্তির সেই প্রবল জোয়ার সৃষ্টি করতে হলে তার চেতনাকে শাণিত করে তুলতে হয়। আর সেটা পারে সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন।
- ট্যাগ:
- মতামত
- জন্মদিন
- শ্রদ্ধাঞ্জলী
- কামাল লোহানী