যুদ্ধ শেষের ৫০ বছর পরও বোমায় মরছে ভিয়েতনামিরা

প্রথম আলো ভিয়েতনাম প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১২:০২

ভিয়েতনামের মধ্যাঞ্চলে নিজের বাগানে কাজ করার সময় হো সাই বে (৬২) মাটির ঢিলার চেয়ে বেশি শক্ত একটা কিছুর অস্তিত্ব টের পান। সাবধানে তিনি যখন সেটির গায়ে হাত রাখেন, বুঝতে পারেন সেটা একটা অবিস্ফোরিত ছোট আকারের ক্ষেপণাস্ত্র।


যদিও হো সাই বে নিশ্চিত ছিলেন না যে ক্ষেপণাস্ত্রটি অক্ষত আছে কি না, তবুও তিনি সতর্কতার সঙ্গে সেটিকে তুলে নিয়ে তাঁর সবজির ওপর রাখেন।


গত বৃহস্পতিবার অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি পান হো সাই বে। কুয়াং ত্রি প্রদেশে নিজের বাড়িতে তিনি আল-জাজিরাকে বলেন, সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।


এর আগে অন্যান্য জিনিসও পেয়েছেন উল্লেখ করে হো সাই বে বলেন, ‘যুদ্ধের পর আমি নানা ধরনের যুদ্ধাস্ত্রসহ বোমা-বিস্ফোরক সংগ্রহের কাজ করতাম এবং তখন অনেক ধরনের বিস্ফোরক পেয়েছি। সেই ১৯৭৫ সালে যখন আমি ২০ বছরের যুবক, তখন আমি মেটাল ডিটেক্টরের সাহায্যে বড় বড় বিস্ফোরক পেয়েছি। সেগুলো তখন বিক্রি করতাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও