ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

আরটিভি প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০৯:০৭

চারদিকে যেন আর্জেন্টিনার জয়োৎসব। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির দল। ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকেই জয়জয়কার আকাশি-নীল শিবিরে।


বিশ্বমঞ্চের পর জুনিয়র ফুটসাল টুর্নামেন্টেও জয়রথ অব্যাহত রেখেছে লে আলবিসেলেস্তেরা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্জেন্টাইন যুবারা।


রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা।


শিরোপার লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় সেলেসাও যুবারা। ম্যাচের ১২তম মিনিটেই দলকে লিড এনে দেন আন্দ্রে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও