ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) দুই মামলায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পবিত্র ঈদুল আজহার আগে মুক্তির দাবিতে গত শনিবার বাহাদুর শাহ পার্কে সাংস্কৃতিক সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
খাদিজার মুক্তির বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কঠোর সমালোচনা করেছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ মাস ধরে বন্দী থাকবেন আর বিশ্ববিদ্যালয় প্রশাসন মুখে কুলুপ এঁটে থাকবে, সভ্য দুনিয়ায় এটা চলতে পারে না।
অন্যদিকে ৩০টি প্রতিবাদী সংগঠন খাদিজার মুক্তির দাবিতে যুক্ত বিবৃতি দিয়ে বলেছে, রাষ্ট্র কোনোভাবে নিবর্তনমূলক আইনের প্রয়োগ করে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করে দিতে পারে না।