চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সমকাল প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০৭:৩১

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।


রোববার সরকার এবং এডিবির মধ্যে এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং এ চুক্তি স্বাক্ষর করেন। ইআরডি এবং এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ইআরডি জানায়, সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন চিটাগং-কক্সবাজার রেলওয়ে প্রজেক্টের জন্য ৩৬ কোটি ৮৩ লাখ ইউরো বা প্রায় ৪০ কোটি ডলারের এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের ফার্স্ট ট্র্যাকভুক্ত এ প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও