কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেয়েদের ক্রিকেট নিয়ে ধৈর্য ধরার পরামর্শ হাসান তিলকরত্নের

বাংলা নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ২০:৫০

আগামী মাসের শুরুতেই ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। দুই ফরম্যাটেই তিন ম্যাচের সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর প্রস্তুতিতে শনিবার থেকে নেমে পড়েছে টাইগ্রেসরা।


রোববার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন নারী দলের হেড কোচ হাসান তিলকরত্নে। দেশের ক্রিকেটে প্রথম শিরোপা এসেছিল মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে শক্তিশালী ভারতকে হারিয়েই সালমা খাতুনরা জিতেছিলেন এশিয়া কাপ। এবার কি আরও কিছু অর্জনের পালা?


এমন প্রশ্নে তিলকরত্নে বলেছেন, ‘তাদের অভিজ্ঞতা আছে, সব ধরনের চ্যালেঞ্জ জয় করার পদ্ধতি জানা আছে। তবে মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য ধরতে হয়। এটি ছেলেদের ক্রিকেটের মতো হয়। তাদের কিছুটা স্পেস দরকার হয়, সেই আত্মবিশ্বাসটা লাগে। তাদেরকে এটি দিতে হবে। আমি নিশ্চিত তারা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছে। তাদের সমর্থন দিন, সঙ্গে থাকুন, উৎসাহ জোগান। আমি নিশ্চিত তারা সময়ের সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর ফল বয়ে আনবে। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও