মাসিকের সময় চুল যে কারণে চিটচিটে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৮:০৩

পিরিয়ডের সময় কেবল ব্যথা নয়, ত্বক ও চুলেও সমস্যা দেখা দেয়।


ফোলাভাব, ব্যথা, ‘মুডসুইং’য়ের পাশাপাশি এই সময়ে চুল চিটচিটে হয়ে যেতে পারে।


হেল্থ শটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে হায়দ্রাবাদের ‘কামিনেনি হসপিটাল’য়ের জ্যেষ্ঠ চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কুনা রামদাসভিন্ন এই সম্পর্কে বলেন, “ভিন্ন শ্যাম্পু বা চুলের ট্রিটমেন্ট এই চিটচিটেভাব কমাতে সহায়তা করে।”


মাসিক যেভাবে চুলে প্রভাব ফেলে


“জেনে থাকবেন মাসিক চলাকালে হরমোনের তারতম্য ঘটে। যা মাথার ‘সিবেইসাস’ গ্রন্থির ওপরে সরাসরি প্রভাব ফেলে”, বলেন ডা. রামদাস।


তিনি ব্যাখ্যা করেন, “এই গ্রন্থি থেকে উৎপাদিত সিবাম তৈলাক্ত উপাদান। যা মাথার ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে। তবে হরমোনের তারতম্যের কারণে সিবাম উৎপাদন আরও বেড়ে যায়। তাই চুল চিটচিটে হয়।”


এছাড়াও ঋতুস্রাবের সময় দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে ‘সিবেইসাস’ গ্রন্থি উদ্দীত হয়ে তেল নিঃসরণ বাড়ায়। ফলে চুল হয় আরও আঠালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও