ভারতের নেতৃত্বে যাকে দেখতে চান রবি শাস্ত্রী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতের হারের পর প্রশ্নের মুখে রোহিত শর্মার অধিনায়কত্ব। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। এবার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী। সরাসরি বলে দিলেন, ওয়ানডে বিশ্বকাপের পর রোহিতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিৎ। শুধু তাই নয়, রোহিত শর্মার পরবর্তী সময়ে সাদা বলের ক্রিকেটে কার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া তাও জানিয়ে দিলেন ভারতীয় দলের সাবেক কোচ।
রবি শাস্ত্রীর মতে, ওয়ানডে বিশ্বকাপের পরে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিৎ হার্দিক পান্ডিয়াকে। এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রি জানিয়েছেন, 'রোহিত শর্মা চলতি বছরে ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই অধিনায়কত্ব করা উচিৎ। তবে আমি মনে করি বিশ্বকাপের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভবিষ্যতের কথা ভেবে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া উচিৎ।'