দখিনের দুয়ারে অর্থনীতির সুবাতাস
স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার এক বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের বৃহৎ এই প্রকল্প চালুর ফলে বদলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জনপদ। জাজিরা, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে নতুন নতুন বাণিজ্যিক ভবন। রাজধানীর সাথে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ও বেড়েছে। সার্বিকভাবে অর্থনীতিতেও এসেছে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনকে আরও গতিশীল করতে পদ্মা সেতুতে বসানো হচ্ছে রেললাইন। যা প্রায় শেষ পর্যায়ে গত ৪ এপ্রিল বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলে। সাত বগির একটি বিশেষ ট্রেন ও একটি রেল ট্রাক কার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে যায়। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন পরীক্ষামূলক এ রেল চলাচলের উদ্বোধন করেন।