You have reached your daily news limit

Please log in to continue


দখিনের দুয়ারে অর্থনীতির সুবাতাস

স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার এক বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের বৃহৎ এই প্রকল্প চালুর ফলে বদলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জনপদ। জাজিরা, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে নতুন নতুন বাণিজ্যিক ভবন। রাজধানীর সাথে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ও বেড়েছে। সার্বিকভাবে অর্থনীতিতেও এসেছে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনকে আরও গতিশীল করতে পদ্মা সেতুতে বসানো হচ্ছে রেললাইন। যা প্রায় শেষ পর্যায়ে গত ৪ এপ্রিল বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলে। সাত বগির একটি বিশেষ ট্রেন ও একটি রেল ট্রাক কার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে যায়। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন পরীক্ষামূলক এ রেল চলাচলের উদ্বোধন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন