বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহার করবেন যেভাবে
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে মাইক্রোসফট। ফলে প্রশ্ন লিখলেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত সেগুলোর উত্তর দেখিয়ে থাকে বিং সার্চ ইঞ্জিন। ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে বিং সার্চ ইঞ্জিনের চ্যাটজিপিটি ব্যবহার করা গেলেও কম প্রশ্নের উত্তর জানা যায়। তবে এজ ব্রাউজারে বিল্ট-ইন চ্যাটজিপিটি যুক্ত থাকায় সর্বোচ্চ ৩০টি প্রশ্নের উত্তর জানা সম্ভব। এজ ব্রাউজারের মাধ্যমে বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—
বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য প্রথমেই এজ ব্রাউজারের হালনাগাদ সংস্করণ নামিয়ে ইনস্টল করতে হবে। এরপর ব্রাউজার চালু করে বিং সার্চ ইঞ্জিনে প্রবেশ করে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে হবে। লগইন না করলে চ্যাটজিপিটির মাধ্যমে মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর জানাবে বিং সার্চ ইঞ্জিন। লগইন করার পর সার্চ ফলাফলের ওপরের থাকা ‘চ্যাট’ অপশনে ক্লিক করে চ্যাটমোড চালু করতে হবে। এরপর ‘আস্ক মি এনিথিং’ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত ফল দেখাবে বিং সার্চ ইঞ্জিন। ‘আস্ক মি এনিথিং’ বক্সে সর্বোচ্চ ৪ হাজার অক্ষরের প্রশ্ন লেখা যাবে। চাইলে বক্সের পাশে থাকা মাইক্রোফোন আইকন চেপে ধরে মুখের কথায়ও প্রশ্ন লেখা যাবে।