You have reached your daily news limit

Please log in to continue


নেইমারকে কি সামনের সপ্তাহেই সই করাবে আল হিলাল

খবরটি জানাতে গিয়ে সৌদি আরবের এক জনপ্রিয় সাংবাদিক রহস্য রাখারই চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আগামী সপ্তাহে এমন এক বিশ্বখ্যাত ফুটবলারকে সই করাতে যাচ্ছে, যা সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠবে। আহমেদ আল আজলান নামের সেই সাংবাদিক আরও বলেছেন, সেই খেলোয়াড়ের প্রতি এ মৌসুমে বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহী। রহস্য-টহস্য করলেও তাঁর কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই ‘বিশ্বখ্যাত ফুটবলারের’ নাম নেইমার।

টুইটারে আহমেদ আল আজলানের অনুসারীর সংখ্যা প্রায় ৬ লাখ। শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, তাঁর কাছে তথ্য আছে আল হিলাল আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। সঙ্গে এ-ও যোগ করেন যে ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন