দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন

www.kalbela.com গুলিস্তান প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১১:৪১

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়েও আপত্তি রয়েছে তাদের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে দলটি নির্বাচনকালীন জাতীয় সরকার চায়।


শনিবার (২৪ জুন) গুলিস্তানের একটি হোটেলে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করেন। ‘রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মতবিনিময় সভার আয়োজন করে।


জাতীয় সরকারের রূপরেখা প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন হবে। যারা জাতীয় সরকারে থাকবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও