কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারের জন্য অনলাইনে আলাদা বাজার
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০৭:৩৩
চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যারের জন্য অনলাইনে নতুন একটা বাজার (মার্কেটপ্লেস) তৈরির পরিকল্পনা করছে। এই মার্কেটপ্লেসে ডেভেলপাররা তাঁদের তৈরি এআই প্রযুক্তির বিভিন্ন এআই প্রোগ্রাম বা মডেল বিক্রির সুযোগ পাবেন।
সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের প্রয়োজনে অনেক সময় চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে। অনলাইন কেনাবেচায় আর্থিক জালিয়াতি শনাক্ত বা কোনো অভ্যন্তরীণ নথির ভিত্তিতে বিশেষ কোনো বাজার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ওপেন এআইয়ের পরিকল্পনাধীন এই মার্কেটপ্লেসের মাধ্যমে এ ধরনের বিশেষ ও নির্দিষ্ট সেবা দেওয়া এআই প্রযুক্তি বিক্রি করার সুযোগ পাবেন ডেভেলপাররা।