কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মস্কোতে ঝুঁকি এড়াতে কর্মস্থলে ছুটি ঘোষণা

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ২২:০৩

আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে ছুটি ঘোষণা করেছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। মস্কোতে সেদিন ‘সন্ত্রাসবিরোধী অভিযান ঘোষণা করায়’ ঝুঁকি এড়াতে’ ‘কর্মস্থলে ছুটি’ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মস্কোর মেয়র এ ঘোষণা দেন।


আজ শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর দিকে এগোচ্ছেন।

এদিকে ছুটি ঘোষণার পাশাপাশি মস্কোর বাসিন্দারের যতটা সম্ভব বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র সের্গেই। শহরের সেবাদাতা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে মস্কো ও এর আশপাশ এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও