টুইটার লিংকের সারসংক্ষেপ দেখছেন না আইফোন ব্যবহারকারীরা
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ১২:৩২
আইফোন ব্যবহারকারীরা টুইটার নিয়ে কোনো পোস্টের পাঠানো লিংকের সারসংক্ষেপ বা প্রিভিউ দেখতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। আইমেসেজ এবং স্ল্যাকে ব্যবহারকারীরা টুইটার লিংক পাঠালে এর প্রিভিউ দেখা যাচ্ছে না।
বার্তা পাঠানোর যেকোনো মেসেজিং প্ল্যাটফর্মে কোনো লিংক পাঠালে সাধারণত ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই সেটির একটি প্রিভিউ দেখতে পান। প্রিভিউয়ে লিংকটির লেখার মূল বিবরণ, শিরোনাম, থাম্বনেইল (ছোট ছবি) দেখা যায়। ফলে লিংকটিতে ক্লিক না করেই এ সম্পর্কে ধারণা পেয়ে থাকেন ব্যবহারকারী।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন ব্যবহারকারী
- টুইটার