সু চিকে ছেড়ে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান ছেলের

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ১৬:৪৪

অং সান সু চিকে মুক্তি দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত এ নেত্রীর ছোট ছেলে কিম আরিস।


“মাকে জেলে নিঃশেষ হয়ে যেতে দিতে পারি না আমি,” লন্ডনে বিবিসি বার্মিজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।


সু চিকে সহায়তায় আরও পদক্ষেপ নিতে বিশ্বের প্রতিও আহ্বান জানিয়েছেন আরিস।


২০২১ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক অভিযোগের বিচার শেষে সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


ওই অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যা এরই মধ্যে লাখো লোকের প্রাণ কেড়ে নিয়েছে।


ব্রিটিশ নাগরিক আরিস বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী তাকে তার মা বা তার স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্যই দেয়নি। তথ্যের জন্য তিনি মিয়ানমারের দূতাবাস, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে যোগাযোগ করলেও কেউই তাকে সাহায্য করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও