এআর-ভিআর গেমিং নিয়ে ভাবছে না মাইক্রোসফট
বণিক বার্তা
প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ০৯:২৫
গেমিং শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট গেম স্টুডিওস। মার্কিন প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি স্পষ্ট করা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কিংবা অগমেন্টেড রিয়েলিটির (এআর) বাজারে আপাতত প্রবেশের কোনো পরিকল্পনা নেই সংস্থাটির।
হলিউড রিপোর্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে মাইক্রোসফট গেম স্টুডিওসের প্রধান ম্যাট বুটি বলেন, ‘গেমিংয়ের ক্ষেত্রে সাফল্যের জন্য ভিআর ও এআরের বর্তমান অবস্থা মাইক্রোসফটের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বিশেষ করে অদূর ভবিষ্যতে। মাইক্রোসফট নতুন কনটেন্ট তৈরিতে বিদ্যমান বুদ্ধিবৃত্তিক ফিচারগুলোকে ব্যবহারের পরিকল্পনা করছে।’