‘নবাব’ ও ‘ড্যানি’র পেছনে প্রতিদিন খরচ ১৫০০ টাকা

ঢাকা পোষ্ট কাশিয়ানী প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৭:৩৪

কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশে আলোচনায় আসছে বিশাল আকার, দাম ও বাহারি নামের গরু। সেই তালিকায় এবার যুক্ত হলো ২৭ মণ ওজনের ‘ড্যানি’ ও ১৮ মণ ওজনের ‘নবাব’ নামে দুটি গরু। গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গ্রামের উদ্যোক্তা হাসিব মৃধা তার নিজ খামারে এবারের ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন বিশাল আকারের গরু দুটিকে।


গরু দুটি বিক্রির জন্য লোভনীয় অফার না থাকলেও রয়েছে সাশ্রয়ী মূল্য। ২৭ মণ ওজনের ড্যানির দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ ও শাহিওয়াল জাতের ১৮ মণ ওজনের নবাবের দাম হাঁকানো হচ্ছে ৫ লাখ টাকা। এদিকে গরু দুটিকে দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও