সুনামগঞ্জে বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

বিডি নিউজ ২৪ সুনামগঞ্জ প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৫:১৬

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সুনামগঞ্জ পয়েন্টে তা এখনও বিপদসীমার নিচে আছে।


তাছাড়া সীমান্ত নদী যাদুকাটা, পুরাতন সুরমাসহ অন্যান্য নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচে আছে।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের লাউড়েরগড় পয়েন্টে ৩১ মিলিমিটার, ছাতকে ৩৬ মিলিমিটার, সুনামগঞ্জে ৩১ মিলিমিটার এবং দিরাইয়ে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত কম হলেও ওই সময়ে সুরমাসহ অন্যান্য নদ নদীতে পানি বেড়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭.৫২ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচে। তবে একই নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এ ছাড়া নলজুর নদীতে ৬.২৭ সেন্টিমিটার উচ্চতায়, পাটলাই নদীতে ৫.৮১ সেন্টিমিটার উচ্চতায়, দিরাইয়ে পুরাতন সুরমায় ৫.৬৮ সেন্টিমিটার, যাদুকাটায় ৫.১৬ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও