ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছেন? শখের গাছ ভালো রাখার উপায়

সমকাল প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৪:৩১

বর্তমানে শহুরে জীবনে ছোট্ট ফ্ল্যাটের ব্যালকনিতে টব লাগিয়ে অনেকেই বাগানের শখ মেটান। কিন্তু কয়েকদিনের ছুটিতে ঘুরতে গেলে বাড়িতে রাখা গাছ-গাছালি খুব দ্রুত শুকিয়ে যায়। সামনেই কোরবানির ঈদ। ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু বাড়িতে না থাকলে শখের গাছগুলোর কী হবে, পানি কে দেবে তা নিয়ে অনেকেই চিন্তিত।


গরমে এমনিতে গাছপালা শুকিয়ে যায়, বারবার পানি দেওয়ার প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে হয় প্রতিবেশীদের কাছে বাড়ির চাবি দিয়ে যেতে হবে যাতে তারা টবে রাখা গাছগুলিতে পানি ঢালতে পারেন। সেটা সম্ভব না হলে গাছগুলিকে সুস্থ ও সবুজ রাখতে কয়েকটি কৌশল অনুসরণ করতে পারেন।


১. গাছগুলিকে সবুজ রাখতে, নারকেলের ছোবড়া ফেলে দেবেন না, সেগুলি পানি ভিজিয়ে রাখুন। যখনই আপনি বাইরে যাবেন, টবের  উপরের পৃষ্ঠে তা রেখে দিন। ভেজা নারকেলের ছোবড়ায় মাটি শুকিয়ে যাবে না এবং পানিও মাটিতে ধীরে ধীরে যাবে।


২. বাইরে যাওয়ার আগে নিজেই গাছগুলির জন্য পানির ব্যবস্থা করতে পারেন। একটি বোতলে গর্ত করে দড়ি ঢোকান এবং সেটিকে গাছের উপর  উল্টো করে ঝুলিয়ে দিন। এই বোতলে পানি ভরে নিন। দড়ির সাহায্যে পানি ধীরে ধীরে পাত্রে যাবে এবং গাছ শুকিয়ে যাবে না।


৩. বাইরে যাওয়ার আগে গাছে পানি দিন এবং তার ওপর একটি ভেজা কাপড় দিন। এটি করার ফলে, মাটিতে আর্দ্রতা বজায় থাকবে এবং গাছগুলি দীর্ঘ সময় ঠিক থাকবে, সহজে শুকিয়ে যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও