You have reached your daily news limit

Please log in to continue


ছাদকৃষি আন্দোলনে প্রাথমিক অর্জন

সিটি করপোরেশন ও পৌরসভার বাড়ির মালিকরা ছাদকৃষি করলে হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। গত ১৪ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন। এটিকে আমি দেখছি আমাদের ছাদকৃষি আন্দোলনের প্রাথমিক অর্জন হিসেবে। গত শতাব্দীর আশির দশকে ছাদে কাজি পেয়ারার চাষ ছড়িয়ে দিতে শুরু করেছিলাম ছাদকৃষি।

বাসার ছাদেও যে কৃষি আয়োজন হতে পারে, তা বহুবার তুলে ধরেছি নানা অনুষ্ঠানে। ছাদকৃষিকে জনপ্রিয় করতে, এর গুরুত্ব নগরের মানুষের কাছে তুলে ধরতে এক দশক ধরে তিন শতাধিক ছাদকৃষি চ্যানেল আইয়ের পর্দায় ‘ছাদকৃষি’ অনুষ্ঠানে তুলে ধরেছি। এ আন্দোলন শুধু আমার একার নয়। এই ছাদকৃষি ঘিরে গড়ে উঠেছে নানা রকম সংগঠন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন