সরকারকে না জানিয়েই মার্কিন দূতাবাসের চুক্তি
বিদেশি কূটনৈতিক মিশনের কোনো কার্যক্রম দীর্ঘ মেয়াদে ঢাকার বাইরে পরিচালনা করতে হলে সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তেমনি বাংলাদেশে বিদেশি দূতাবাসে কর্মরত কোনো কর্মকর্তা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চাইলেও সরকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা নিয়ম না মেনে কক্সবাজারে সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে হোটেলের পার্কিং এলাকা ভাড়া নেওয়ার চুক্তি করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে সদর দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির ঘিরে ‘বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গের’ ঘন ঘন পরিদর্শন এবং উন্নয়ন-সহযোগিতার অজুহাতে ‘অতি উৎসাহী কর্মতৎপরতা’ লক্ষ করা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমি নতুন এসেছি, তাই পুরোপুরি বলতে পারছি না।’
দূতাবাসের সঙ্গে চুক্তির বিষয়ে জানতে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেলকে ফোন করা হলে তিনি ধরেননি। পরে প্রতিষ্ঠানের হিসাব শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি চুক্তি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। সময় শেষ হয়েছে; এখন আর নবায়ন করিনি।’