You have reached your daily news limit

Please log in to continue


আমার রান্না খুব ভয়ংকর

আর সবার মতো জনপ্রিয় তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর। আজ হাঁড়ির খবর বললেন সোহানা সাবা

অভিনয় আপনার প্রাণ; সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?

সোহানা সাবা: রিয়েল লাইফে অভিনয় শুরু করব। কোথাও না কোথাও তো প্রয়োগ করতে হবে।

আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?

সোহানা সাবা: আমি হয়তো রেগে আছি, তখন প্রিয় মানুষদের প্রসঙ্গ কথার মধ্যে জুড়ে দিলে শান্ত হয়ে যাই।

কোন পরিস্থিতিতে পড়লে কাউকে কষিয়ে চড় মারতে ইচ্ছা হয়?

সোহানা সাবা: প্রতিমুহূর্তেই কাউকে না কাউকে চড় মারতে ইচ্ছা হয়। ইচ্ছা যখন প্রবল হয়, তখন নিজেকে স্থির রাখার চেষ্টা করি।

কোন শব্দটি দিনে বেশিবার ব্যবহার করেন?

সোহানা সাবা: ও মাই গড!

জীবনে শ্রেষ্ঠ পাওয়া উপহার...

সোহানা সাবা: এখনও পাইনি। আশা করছি, জলদি পেয়ে যাব। যখন পাব তখন বলতে পারব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন