নিখোঁজ ডুবোযানের সন্ধান চলছে, এবং কীভাবে এটি পাওয়া যেতে পারে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ২২:০২
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে টাইটান নামে ডুবোযানটি রোববার আটলান্টিক সাগরের গভীরে যাত্রা শুরু করে। কিন্তু এক ঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে মাদার শিপ বা মূল জাহাজের সাথে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডুবোযানটির ভেতরে প্রয়োজনীয় অক্সিজেন বৃহস্পতিবার ব্রিটিশ সময় বেলা ১১ টায় (১০ জিএমটি) শেষ হয়ে যাওয়ার কথা।
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সাগরের নিচে যে জায়গায় তা ক্যানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের সেন্ট জনস এলাকা থেকে ৪৩৫ মাইল দক্ষিণে। এবং সে জায়গায় এখন ১২টির মত উদ্ধার জাহাজ হাজির হয়েছে।
যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা উদ্ধারকাজে সম্পৃক্ত হয়েছে। একাজে তারা জাহাজ ছাড়াও সামরিক বিমান এবং ‘সোনোবয়া’ ব্যবহার করছে যা দিয়ে সাগরের অনেক নিচে বস্তুর অবস্থান নির্ণয় করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টাইটানিক
- সাবমেরিন