550 সন্তানের বাবা! আদালতের বারণ সত্ত্বেও শুক্রাণু দান করেই চলেছেন বাস্তবের 'ভিকি ডোনার'
eisamay.com
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৭:১৭
নিজের পরিচয় গোপণ করে দেদার বিলিয়েছেন শুক্রাণু। তাতেই বাবা হয়েছেন 550 টি শিশুর। লাগামছাড়া শুক্রাণু দানের জন্য ফেঁসেছেন আইনি জটিলতাতেও। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার পরও থামেনি শুক্রাণু দান। একইভাবে 'স্পার্ম ডোনেশন' প্রক্রিয়া জারি রেখেছেন বাস্তবের 'ভিকি ডোনার'।
পৃথিবী জুড়ে রয়েছে 550 সন্তান! তবে সন্তানদের মা অবশ্য ভিন্ন। এমনই কাণ্ড ঘটিয়েছেন জোনাথন জেকব মেইয়ার নামে এক ব্যক্তি। নিজের নাম বদল করেই চলেছে দীর্ঘ 15 বছর ধরে শুক্রাণু দান করেছেন তিনি। তবে সমগ্র বিষয়টি সামনে আসতেই গত এপ্রিল মাসে তাঁকে শুক্রাণু দান করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয় আদালত। এমনকী নির্দেশ অমান্য করলে তাঁকে 90 লক্ষেরও বেশি টাকা জরিমানা দিতে হবে বলেও জানিয়েছিল আদালত। কিন্তু তারপরও থামেননি তিনি।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- শুক্রাণু
- শুক্রাণু দান