কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোট দিতে যাননি হাতপাখার মেয়র প্রার্থী মুরশিদ

সমকাল রাজশাহী মেট্রোপলিটন প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৬:৩১

দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম জানিয়েছেন তিনি ভোট দিতেও যাননি।


বুধবার সকাল ৮টায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। কিন্তু মুরশিদ আলম জানান, প্রার্থী হলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভোট দিতে যাননি এবং তার কোনো কর্মীও এ নির্বাচনে ভোট দেননি।


মুরশিদ আলম বলেন, 'দল সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। যেখানে ভোটাধিকার নেই, সেখানে ভোটকেন্দ্রে যাওয়ার মানেই হয় না। ভোট একজন নাগরিকের অধিকার। সেই অধিকার হরণ করা হয়েছে।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও