আমরা অনেক কিছু শিখেছি, হারের পর ব্রাজিল কোচ
কাতার বিশ্বকাপ থেকে দুঃসময়ের বৃত্তে আটকে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ টুর্নামেন্টটিতে অন্যতম ফেভারিট হিসেবেই তারা খেলতে গিয়েছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর খেলা তিন প্রীতি ম্যাচের দুটিতেই হেরে গেছে। সর্বশেষ গত রাতে সেনেগালের কাছে বলতে গেলে বিধ্বস্তই হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ হেরে অনেক কিছু শেখার কথা জানিয়েছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
বিশ্বকাপে পথ হারানো ব্রাজিল আসরটির পর থেকেই স্থায়ী কোচ ছাড়া সাত মাস কাটিয়ে দিয়েছে। তিতের বিদায়ের পর তারা হেভিওয়েট কয়েকজন কোচের জন্য অপেক্ষা করেছিল। তবে তারা সাড়া না দেওয়ায় শেষমেষ তাদের লক্ষ্যবস্তু এখন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ অপেক্ষার পর এই ইতালিয়ান কোচ ২০২৪ সালে সেলেসাওদের কোচ হতে রাজি হয়েছেন। তার আগে একজন ভারপ্রাপ্ত কোচ নিয়োগের কথা রয়েছে।