You have reached your daily news limit

Please log in to continue


৪৩ বছর পর বিরল রেকর্ডে খাজা

টিভি চালু করলেই দেখা যেত এজবাস্টন টেস্টে ব্যাটিং করছেন উসমান খাজা। অ্যাশেজের প্রথম টেস্টের পাঁচ দিনের চিত্রটা ছিল এমনই। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নাম লিখিয়েছেন বিরল এক রেকর্ডের পাতায়।

এজবাস্টনে ১৬ জুন শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। প্রথম দিন ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সেদিন অল্প সময়ের জন্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয় খাজার। এরপর দ্বিতীয় দিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। ১২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন কাটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তৃতীয় দিনে ১৪১ রানে আউট হয়েছেন তিনি। এরপর ইংল্যান্ডের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে চতুর্থ দিন খাজা শেষ করেছেন ৩৪ রানে। আর গতকাল শেষ দিনে ১৯৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ১৩তম ব্যাটার হিসেবে পাঁচ দিনের টেস্টের প্রতিদিনই ব্যাটিং করেছেন খাজা। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে করলেন এই কীর্তি। ১৯৮০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ দিন ব্যাটিং করেন কিম হিউজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন