প্রায় ৫৫ ঘণ্টা পর কাটলো এনআইডি সার্ভারের বায়োমেট্রিক ভেরিফিকেশন বিভ্রাট
ডেইলি স্টার
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৪:২১
প্রায় ৫৫ ঘণ্টা পর কাটলো নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বায়োমেট্রিক ভেরিফিকেশন সংক্রান্ত ডাটাবেজ সার্ভার বিভ্রাট।
আজ বুধবার ভোররাত ৩টার দিকে এই সমস্যা দূর হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে মোবাইল অপারেটররা।
গত ১৯ জুন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়ে ইসিতে চিঠি দিয়েছিল।
এর আগে, গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ সমস্যা শুরু হলে মোবাইল ফোন অপারেটররা সিম ক্রেতার তথ্য যাচাই করতে এনআইডি ডাটাবেজ সার্ভারে ঢুকতে পারছিলেন না।
মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এ ধরনের কারিগরি বিভ্রাটের কারণে সিম অ্যাক্টিভেশন, রিপ্লেসমেন্ট ও বায়োমেট্রিক ভেরিফিকেশন সংক্রান্ত অন্যান্য সেবা ক্ষতিগ্রস্ত হয়।