ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের নোটিফিকেশন বন্ধের উপায়

প্রথম আলো প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১১:৩৬

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে আমরা অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থাকি। ফেসবুক গ্রুপের প্রশাসক নতুন কোনো পোস্ট করলেই সেটির নোটিফিকেশন দেখতে বাধ্য হন গ্রুপের সব সদস্য। কিন্তু গুরুত্বপূর্ণ কাজের সময় বিভিন্ন গ্রুপের একাধিক নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়। তবে চাইলেই ফেসবুকের গ্রুপের প্রশাসকদের পোস্টের নোটিফিকেশন সাময়িকভাবে বন্ধ রাখা যায়।


ফেসবুকের গ্রুপের প্রশাসকদের নোটিফিকেশন সুবিধা বন্ধের জন্য প্রথমে ফোন থেকে ফেসবুকের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার ‘প্রিফারেন্সেস’ বিভাগের নিচে থাকা ‘নোটিফিকেশনস’ মেনুতে ক্লিক করে ‘গেট নোটিফিকেশনস হোয়েন ইউ আর ট্যাগড বাই’–এর নিচে থাকা ‘ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘রিসিভ নোটিফিকেশনস ফর’ বিভাগ থেকে ‘ব্যাচ @এভরিওয়ান মেনশনস’ অপশনের পাশে থাকা টগল বন্ধ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও