You have reached your daily news limit

Please log in to continue


৬ জিবি র‌্যামের সিম্ফনির নতুন ফোন বাজারে

দেশীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো ৬ জিবি র‌্যামের নতুন স্মার্টফোন সিম্ফনি জেড৬০ প্লাস। মেটালিক সিলভার এবং রিফ্লেক্টিভ ব্লু কালারের অত্যাধুনিক স্টাইলিশ গ্লাস ব্যাক পার্ট ডিজাইনের জেড৬০ প্লাস স্মার্টফোনটি ২২ জুন থেকে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে পাওয়া যাবে।

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ২০৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে রযেছে ৬.৬ ইঞ্চ ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০১৬০০। ২.০ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১৬ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ এআরএম মালি জি৫৭, ৭৫০ মেগাহার্জ। ইন্টারনাল স্টোরেজ আছে ১২৮ জিবি, যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট এবং আর এম মালি জি৫৭, ৭৫০ মেগাহার্জ জিপিউ থাকার কারণে এসফল্ট এইট, কল অব ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন