You have reached your daily news limit

Please log in to continue


রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : ইতিহাস ও ঐতিহ্যের সহযাত্রী

পিতৃদত্ত নাম মুহম্মদ শহিদুল্লাহ কিন্তু বাংলা কবিতায় তিনি পাঠকনন্দিত হয়েছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ নামে। ‘রুদ্রকবি’ অভিধায় তিনি উজ্জ্বল ব্যতিক্রম আমাদের কবিতার ভুবনে। কাব্যচর্চার সূচনায় গল্প ও কবিতার বিভেদ ঘুচিয়ে একধরনের নতুন রচনা উপহার দিতে চেয়েছেন রুদ্র।

আধুনিক কবিতার তথাকথিত দুর্বোধ্যতা হটিয়ে কবিতাকে লোকপ্রিয় করতে চেয়েছেন তিনি। বিশ শতকের দ্বিতীয়ার্ধে জন্ম নেওয়া অকালপ্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ দ্রোহ ও প্রেমের অনুপম কাব্যভাষা নির্মাণে বাঙালি কবিদের মধ্যে উজ্জ্বলতম। সমকালের সংগ্রাম ও দ্বন্দ্বকে আত্মস্থ করে নিজের কবিতায় তিনি তুলে এনেছেন দেশ ও জাতির স্পন্দন। মাটি ও মানুষের কথকতা কিংবা মানবিকতা ও নান্দনিকতার মিশেলে অনন্য হয়ে ওঠে রুদ্রের শিল্পভুবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন