জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি

সমকাল প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১১:৩১

ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি জার্মান বুক ট্রেডের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার পেয়েছেন। সাহিত্যকর্ম ও জীবনের প্রতি হুমকি থাকার পরেও ইতিবাচক মনোভাবের কারণে তিনি এই পুরস্কারে ভূষিত হন। আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্ট থেকে তিনি পুরস্কার গ্রহণ করবেন।


জার্মান বুক ট্রেড কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ১৯ জুন সালমান রুশদির বয়স ৭৬ বছর পূর্ণ হয়। এই উপলক্ষে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। খবর- হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি 


সালমান রুশদিকে স্বাধীন চিন্তা ও মতপ্রকাশকারীদের অবিচল রক্ষক আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, ১৯৮১ সালে মিডনাইটস চিলড্রেন উপন্যাস প্রকাশের সময় থেকে সালমান অভিবাসন ও বিশ্বরাজনীতির ব্যাখ্যা দিয়ে সবাইকে বিস্মিত করে চলেছেন। তিনি প্রজ্ঞা ও রচনায় মুনশিয়ানা দেখিয়েছেন। তার কাজ সমাজবিধ্বংসী নিপীড়ক গোষ্ঠীর বর্ণনা দেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও