You have reached your daily news limit

Please log in to continue


সাত সমুদ্র তেরো নদী পার করা এক সুইডিশ কন্যা

বিদেশিনী হয়েও বলিউডের রঙিন দুনিয়ার হাতছানি অগ্রাহ্য করতে পারেননি এলি আব্রাহাম। সুদূর সুইডেন থেকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মুম্বাইতে হাজির হয়েছিলেন এলি। আজ এই মায়াবী শহরের বুকে তাঁর নিজের একটা বাসাও হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইতে আসার শুরুর দিনের গল্প শোনালেন এই সুইডিশ অভিনেত্রী।

ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজের বলিউডযোগ প্রসঙ্গে এলি আব্রাহাম বলেন, ‘আমার তখন পাঁচ বছর বয়স। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা ছবির গান দেখি, রঙিন পোশাক পরে নাচছে রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম।’

এই সুইডিশ রূপসী আরও বলেন, ‘এরপর সঞ্জয় লীলা বানসালির “দেবদাস” ছবিটি আমাকে দারুণভাবে আকর্ষণ করে। তার গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন আর মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলাম, আমি তাদের মতো হতে চাই। আমাকে এখন পথ খুঁজে বের করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন