You have reached your daily news limit

Please log in to continue


জীবজন্তু গবাদি পশু মাছ গাছ আসবাবপত্র দেখিয়েও মিলবে ব্যাংক ঋণ!

এবার অস্থাবর সম্পত্তির বিপরীতেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংসদে উঠেছে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল-২০২২’। বিলটি পাশ হলে আয়বর্ধক জীবজন্তু, গবাদিপশু, মত্স্য, শস্য, দণ্ডায়মান গাছ, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্য জামানত রেখেও ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। প্রসঙ্গত, বর্তমানে শুধু স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া যায়। উত্থাপিত বিলটি পাশ হলে অস্থাবর সম্পত্তি জামানত রেখেও ঋণ নেওয়া যাবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল মঙ্গলবার বিলটি সংসদে তুললে এতে আপত্তি জানিয়ে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমাম বলেছেন, স্থাবর সম্পত্তি জামানত রেখে দেওয়া ঋণ আদায় সম্ভব হচ্ছে না। ব্যাংকগুলো লুটপাটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। উত্থাপিত বিলটি ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য প্রয়োজন হলেও এটি বিপর্যয় ডেকে আনবে। কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটা বিরাট প্রশ্ন। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘উচ্চ আদালত বলেছে, বেসিক ব্যাংকের মামলা নিয়ে নাটক হচ্ছে।’ অবশ্য ফখরুল ইমামের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন