![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2F5f051f06-5e17-42bf-9257-f2505fe6d3e5%2Flucky_shilpakala_academy_200623.jpg?rect=0%2C0%2C750%2C422&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
পরিচালনা পরিষদ কেবল নামেই, শিল্পকলায় লাকীই সব?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ০৯:০৫
বাংলাদেশে মঞ্চ নাটক অঙ্গনের দলগুলোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ব্যাংক হিসাব দেড় বছর ধরে বন্ধ, অথচ সংগঠনটির বিভিন্ন কর্মসূচি প্রায় নিয়মিতভাবেই চলে আসছে।
অভিযোগ উঠেছে, ফেডারেশনের বেশিরভাগ কর্মসূচিতেই অর্থ সংস্থান করা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে। আর ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী একইসঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়ায় পরিচালনা পরিষদকে পাশ কাটিয়ে একাডেমির অর্থ দিচ্ছেন ফেডারেশনকে।
শিল্পকলা একাডেমি আইনে আছে, এর পরিচালনা পরিষদ কর্তৃক ‘প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিবেন’ মহাপরিচালক, পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যও ‘দায়ী থাকিবেন’।
অথচ মহাপরিচালক লাকী পরিচালনা পরিষদের তোয়াক্কাই করেন না বলে অভিযোগ করেছেন একাধিক সদস্য।