বৈদ্যুতিক গাড়িতে চীনের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের: বিল ফোর্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৫:৪৯

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে চীনের সঙ্গে প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ফোর্ড মোটরের নির্বাহী চেয়ারম্যান বিল ফোর্ড।


“তারা খুব দ্রুত প্রযুক্তিগুলোর উন্নয়ন করেছে, বড় আকারে উৎপাদনও শুরু করেছে এবং এখন রপ্তানিও করছে।” সিএনএন-এর ‘ফরিদ জাকারিয়া জিপিএস’ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। সেইসঙ্গে আরও বলেন, “তারা এখনও এখানে (যুক্তরাষ্ট্রের বাজারে) এসে না পৌঁছালেও খুব দ্রুত এসে পড়বে, আমাদের প্রস্তুতি দরকার এবং আমরা প্রস্তুত হচ্ছি।


গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি গত ফেব্রুয়ারিতে তিনশো ৫০ কোটি ডলার ব্যায়ে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্লান্ট তৈরির ঘোষণা দেয়। প্লান্টটি তৈরিতে চীনা ব্যাটারি কোম্পানি ‘সিএটিএল’-এর প্রযুক্তি লাগবে ফোর্ডের। এই চুক্তি নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে মার্কিন সিনেটে। সিনেটর মার্কো রুবিও চুক্তিটি পুনর্মূল্যায়নের দাবিও করেছেন।


কোম্পানিটির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র বিল ফোর্ড বলেছেন মিশিগানের ব্যাটারি প্ল্যান্টে ফোর্ডের প্রকৌশলীরা প্রযুক্তিটির ওপর দক্ষতা অর্জন করতে পারবে এবং পরবর্তীতে নিজেরাই কাজে লাগাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও