টুইটারে চালু হলো হাইলাইটস, যে সুবিধা পাওয়া যাবে
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৩:৩৭
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে নিয়মিত টুইট (টুইটারে দেওয়া বার্তা) করেন অনেকেই। নিয়মিত টুইট করার ফলে পুরোনো টুইটগুলো সহজে দেখা যায় না। এ সমস্যা সমাধানে ‘হাইলাইটস’ সুবিধা চালু করেছে টুইটার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের প্রকাশ করা পছন্দের টুইটগুলো আলাদা ট্যাবে সংরক্ষণ করতে পারবেন। ফলে অনুসরণকারীরা সেগুলো সহজেই দেখতে পারবেন।
হাইলাইটস সুবিধা কাজে লাগিয়ে একাধিক টুইট নির্বাচন করা যাবে। টুইটগুলো আলাদা ট্যাবে সংরক্ষিত থাকায় অনুসরণকারীরা ট্যাবটিতে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যক্তির প্রকাশ করা পছন্দের বা গুরুত্বপূর্ণ টুইটগুলো দেখার সুযোগ পাবেন। ফলে বর্তমানের তুলনায় আরও বেশিসংখ্যক টুইটার ব্যবহারকারী টুইটগুলো পড়তে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- হাইলাইটস
- টুইটার