কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৭ সেকেন্ডে বিয়ারের বোতল সাবাড় করে সমালোচনায় ফরাসি প্রেসিডেন্ট

www.ajkerpatrika.com ফ্রান্স প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৪:০০

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১৭ সেকেন্ডের মধ্য এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন। ফ্রান্সের তুলুসে রাগবি ঘরোয়া লিগের খেলা শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে উদ্‌যাপনের সময় ওই বিয়ারের বোতল চুমুকেই শেষ করে দেন। এতে মাখোঁর বিরুদ্ধে দ্রুত মাত্রাতিরিক্ত মদপানকে (বিঞ্জ-ড্রিংকিং) উৎসাহিত করার অভিযোগ উঠেছে।


গত শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে তুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন মাখোঁ।


ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন মাখোঁ। ড্রেসিংরুমে টুলুস রাগবি দলের সদস্যরা তাঁকে উদ্‌যাপনে অংশ নিয়ে ও বিয়ার পান করে পার্টি উদ্বোধনের অনুরোধ করেন। এ সময় মাখোঁ উদ্‌যাপনে অংশ নেন এবং ১৭ সেকেন্ডেই ওই বিয়ারের বোতল শূন্য করে দেন।


ড্রেসিংরুমের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও