সিলেটে শেষ মুহূর্তের আলোচনায় সরকারবিরোধী ‘ভোটব্যাংক’
সকাল থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। কখনো হালকা, কখনো ভারী। প্রতিকূল আবহাওয়াতেও বেশির ভাগ প্রার্থী বেরিয়েছেন গণসংযোগে, করেছেন নির্বাচনী সভাও। এভাবে গতকাল সোমবার প্রচারের শেষ দিনটি কাটিয়েছেন সিলেট সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
ক্ষমতাসীন দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এ নির্বাচনে নেই। গত দুটি নির্বাচনে বিএনপির মনোনয়নে জয় পাওয়া মেয়র আরিফুল হক চৌধুরীও দলের সিদ্ধান্ত মেনে প্রার্থী হননি। এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী মো. নজরুল ইসলামের (বাবুল) নাম আলোচিত হচ্ছে।
সিলেট নগরের নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ ভোটারদের কেউ কেউ মনে করছেন, বিএনপিবিহীন ফাঁকা মাঠেও আওয়ামী লীগ খুব একটা স্বস্তিতে নেই। ভোটের সমীকরণে মূল আলোচনা চলছে সরকারবিরোধী ‘ভোটব্যাংক’ ঘিরেই।