ডিএসইর প্রায় অর্ধেক লেনদেনই দুই খাতের দখলে
মুদ্রানীতি ঘোষণার পরপরই গতি ফিরল শেয়ারবাজারে। কয়েক দিন ধরে মুদ্রানীতি আতঙ্কে শেয়ারবাজারে লেনদেন কমে গিয়েছিল। এরপর গতকাল বাজার আবার ছন্দে ফিরেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন আগের দিনের চেয়ে ১১৫ কোটি টাকা বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন মুদ্রানীতিকে কেন্দ্র করে কয়েক দিন বাজারে লেনদেন বেশ কমে গিয়েছিল। মুদ্রানীতিতে ব্যাংকঋণ ও নীতি সুদহার বাড়ানোর বিষয়ে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল। মুদ্রানীতি ঘোষণার মধ্য দিয়ে সেই শঙ্কার অবসান হয়। ব্যাংকঋণের সুদহার বিদ্যমান সুদের চেয়ে কয়েক শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে মুদ্রানীতিতে। তাই মুদ্রানীতি নিয়ে বাজারে যেসব গুজব বা শঙ্কা ছিল, সেগুলোর অবসান ঘটে। এর ফলে নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে গতকাল নতুন করে আবার বাজারে সক্রিয় হয়েছেন।