 
                    
                    দেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়ে আসছে পরিবহন ও যোগাযোগ খাত। এতে দেশে যোগাযোগব্যবস্থায় নিঃসন্দেহে প্রভূত উন্নতি সাধিত হয়েছে।
কিন্তু অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় অজস্র অবকাঠামোও নির্মাণ হতে দেখছি, যাতে প্রকল্প-সংশ্লিষ্ট দু-একজন লাভবান হলেও আখেরে জনসাধারণের করের অর্থই গচ্চা যাচ্ছে।
সংবাদমাধ্যমের বরাতে প্রায়ই অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের খবর পাওয়া যায়। বিশেষ করে সেতুর ক্ষেত্রে এ প্রবণতা আকছার দেখা যায়। কোথাও কোনো সড়কের নামগন্ধ নেই, অথচ ধানখেতের মধ্যে শোভা পাচ্ছে সেতু। পটুয়াখালীর বাউফলে এমনই একটি সেতু নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে কখনো কোনো যানবাহন চলাচল করেনি। সেতুটি থেকে সবচেয়ে কাছের পাকা সড়কটি দেড় কিলোমিটার দূরে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                