সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়াল, মৃত্যু বেড়ে ২৩

আরটিভি সৌদি আরব প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০৮:২১

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০১,৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।


রোববার (১৮ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।


এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে ৯১,৮০২।


হজ বুলেটিনে জানানো হয়েছে, গতকাল বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ পর্যন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও