লিংকডইনেও বার্তা লিখে দেবে এআই টুল
পেজাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে চাকরির সন্ধান পেতে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কাছে বার্তা পাঠিয়ে থাকেন। এসব বার্তায় নিজের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য তুলে ধরেন তাঁরা। তবে প্রতিষ্ঠান এবং চাকরির ধরন বুঝে বেশির ভাগ সময়ই আলাদা বার্তা লিখে পাঠাতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। এ সমস্যা সমাধানে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার টুল চালু করতে যাচ্ছে লিংকডইন।
এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর এআই টুলটির কার্যকারিতা পরখ করছে লিংকডইন। টুলটি চালু হলে কোনো ব্যক্তিকে বার্তা পাঠানোর সময় চ্যাট অপশনে ‘ম্যাজিক ওয়ার্ল্ড’ নামের একটি চিহ্ন দেখা যাবে। চিহ্নটিতে ক্লিক করলেই এআই টুলটি ব্যবহারকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপযোগী করে দ্রুত লিখে দেবে।